ডুবে মরছে যমুনায়
--- মোঃ হোসাইন জাকের
লেখাপড়া শিখেই যদি হাতানোর থাকে লক্ষ্য,
ওরা মানুষ না হয়ে, হয় পকেটমারায় দক্ষ।
কথা ছিলো মানুষের মতো হবে মানুষ,
অঢেল সম্পদের লোভে হয়ে উঠে অমানুষ।
পদ ও পদবি পেয়ে নিজেকে ভাবে ধন্য,
তাই সেজে থাকে সাধু, ভেতরে অন্তঃসারশূন্য।
শুধুই অর্থসম্পদ আছে বলেই উঠে ওরা জাতে?
মানবতা আজ মুখ থুবড়ে পড়ছে তাদের আঘাতে!
ভবিষ্যৎ প্রজন্ম ওদের দেখে হয়ে উঠছে দিশেহারা,
অজ্ঞ কিংবা কুশিক্ষিতরা ধনের চূড়ায় আত্মহারা!
কালো বিড়ালটি সাদা হয়, অদৃশ্য হাতের ইশারায়,
মনমাঝি দিক হারিয়ে আজ ডুবে মরছে যমুনায়।