Md Hossain Jaker

সময়ের দাবি

 

সময়ের দাবি
-- মোঃ হোসাইন জাকের

চল্লিশোর্ধ্ব বয়সে
আমি আমারে খুঁজি।
যৌবনের মাঠে খুঁজে পেলেও
ধরা দেয়নি তেপান্তরের মাঠ।

শৈশবের অনেকগুলো বাসনা
আজ বাস্তব হলেও
কুসুমরা ছেড়ে গেছে!
হাত ধরে অনেকেই বলেছিল
তোমায় কত্তো ভালবাসি।

আজ বুঝতে কি আছে বাকি?
সবই মিথ্যে, টোল পড়া হাসিটাও!
পথের প্রান্তে এসে মিলিয়ে যায়
শৈশবের অতৃপ্ত স্বপ্নগুলো।

বাসনার বাসরে কতবার উঁকি মেরে
উড়িয়েছি ইচ্ছের ডানাগুলো!
হাতের ইশারায় চুপ থেকে দেখেছি
সাঁঝের মায়াবী ছলনাগুলো।
সময়ের দাবি আজ ব্যাকুল হয়ে
খোঁজে যায় কাঁকনপরা ফর্সা হাতগুলো।