Smarajit Datta

স্বাধীন আমি

স্বাধীন আমি 
   স্মরজিৎ দত্ত

 আমি
 আছি, স্বতঃ,
 স্বাধীন আমি চাই। আকাশ আমার নিশানা, আর আকাশ
 আমার দিশা;
 পাখির মতই মুক্তিবিহঙ্গে
 নিরাপত্তা চাই।

 আমি
 আছি, স্বাধীন শুনতে,
 স্বাধীনই আমি চাই।
 অন্যায়ের প্রতিবাদে পিছিয়ে না পড়ে, প্রতিবাদেই মিলিত
 হতে চাই।
 ভীরুতা
 প্রকাশ না দেখাই।

 আমি
 আছি, স্বাধীন শুনতে,
 স্বাধীনই আমি চাই।
 প্রেম আপন গণে,
 ডুবেই চাই।
 পৃথিবী আমার বাঁচার সলতে,
 উজ হাওয়া বৈঠা;
 সেই প্রেমের উন্মেষে
 ভেসে যেতে চাই।

 স্বাধীন দেশ আমি
 এখনও স্বাধীন নই মন।
 করতে হবে, দিতে হবে, এই জালে-
 আষ্টেপৃষ্ঠে বাঁধা মন।
 যে যা চাও, সব দিয়েছি
 আরো কিছু দেবো;
 কেবল স্বাধীন মনের চিন্তা
 আপন করতে।