বর্বরদের বিনাশ চাই
জাফর পাঠান
পাষন্ডদের ধ্বংসকামী- আমি এক শান্তিকামী
ওদের প্রয়াণে প্রলয় চাই শীঘ্র, হে অন্তর্যামী,
খুনিরা যদি হয় কখনো- গণহত্যার শিকার
জাগবেনা মায়া এ মনে, জাগবে শুধু ধিক্কার।
দেখে মিথ্যার কূটচাল- জমছে ঘৃণার পাহাড়
করছে হত্যা, আবার ওরাই কর্তা মানবতার,
ছাড় নয় আর, ছাড় নয় আবার- দ্বিতীয়বার
নামুক এদের উপর, কঠিন শাস্তি বিধাতার।
মারছে রোহিঙ্গা-মারছে কাশ্মিরী আর ফিলিস্তিনি
হত্যার শিকার হচ্ছে- লিবিয়া-চেচেন-আফগানী,
আগেও মেরেছে এখনো মারছে- মুখ চিনে চিনে
হত্যার মহাজন বলেই ওরা শুধু- হত্যা কিনে।
আবার জেগেছে মগ বর্গী, অতীতের জলদস্যু
গায়ে পরা ধার্মিক লেবাস, জাত তার বন্য পশু,
চরম মিথ্যুক- হিংস্র এরা, মানুষরূপী রূপ
ধরিত্রীর শান্তির জন্য এরাই- সর্বনাশা খুব ।
ওহে বিধাতা, তুমি করোনা সহ্য- গণহত্যা আর
উপড়িয়ে ফেলো শেকড়, যেন আসেনা বারেবার।