Nadimul Nibir

অপ্রাপ্তি

হেরে গিয়েছি আমি বাহ্যিক সৌন্দর্যতার কাছে
হেরে গিয়েছি এই নগরীর প্রাচুর্যতার কাছে
তবু যাইনি হেরে কারন জিতে নিয়েছি তোমায় না পাওয়া অপ্রাপ্তির নির্বাক সুখ,

তোমায় না পাওয়ার এই বিশ্রী তিক্ত সুখ 
হয়তোবা আমায় মনে করিয়ে দিবে কিছু অপ্রাপ্তি হতে পারে প্রাপ্তির চেয়ে ও শ্রেয়

হয়তোবা তোমায় না পাওয়ার মাঝে খুঁজে নিতে পারবো ভিন্য রকম সুখ,
হয়তোবা তোমায় খুজে পাবো প্রতিটি সিগারেটে,
হয়তো চায়ের উষ্ণ কাপটি মনে করিয়ে দিবে তোমার উষ্ণ স্পর্শ,
হয়তোবা মেঘাচ্ছন্ন কোন এক রাতে কোন এক বৃষ্টি স্নাত রাজপথে হাঁটতে পারবো তোমার নরম হাতখানা ধরে

হয়তো তুমি আমার; যে নগরী আমার যে নগরী শুধুমাত্র ব্যার্থ প্রেমিক-প্রেমিকার

সে শহরে তুমি শুধই আমার .................. 

©️