তুমি চাঁদ হয়োনা, কারণ আমি তাঁরা নই
তুমি সূর্য হও, আমি সূর্যমুখী হই
তুমি বৃষ্টি হয়োনা, কারণ আমি মেঘ নই
তুমি রংধনু হও, আমি আকাশ হই
তুমি গাছ হয়োনা, কারণ আমি ফল নই
তুমি জল হও, আমি তোমার পাত্র হই
সবশেষে,
তুমি একা হয়োনা, কারণ আমি নীরবতা নই
তুমি মানুষ হও, আমি তোমার হৃদয় হই।