Lheom

আত্মকথা

এতো শত অভিমান জুড়িয়ে এ-মনে
কতদিন পার করবো তোমার স্মরণে?
দু‘দিনের এই জীবন, পেরিয়ে যাবে যেমন
বৃষ্টির পর আসে রৌদ্রোজ্জ্বল আকাশ তেমন

তুমি আসবে, ভালোবাসবে, ভাবিনা এটা আর
তবুও তোমার চিন্তায় মশগুল, দোষ এটাও আমার
রাতের আকাশে অগণিত তাঁরা, নজর কাড়ানো চাঁদ
তোমার মিষ্টি হাসি আর চোখের মায়ায়,
আর কতোকাল হবো বরবাদ?

“কিছু কি হবে?” ভাবার সময়, এখন আর নেই আমার
যতই ভাবিনা কেনো, কোনো কূল পাইনা তার
এগিয়ে যাই তবে আপনমনে, চলতে তো হবে একাই
এ‘দুনিয়ায় আপন বলতে, শুধুই আছে বাবা আর দু‘ভাই

তোমায় ভুলিয়ে, মন মারিয়ে, ভেবেছিলাম হবো মহান
এভাবেই জমেছে তোমার উপর আমার, এক আকাশ অভিমান।
হয়তো ভাবছো কে সেই জন, যাকে নিয়ে এতো কথা
বুঝতে পারবে হয়তো কখনো, এটা আমার আত্মকথা