স্বাধীন

কথা

কথা?

কথা হয় না,

শব্দ ফুরোয় না,

ফুরোয় না আবেগেরা...

 

নিস্তব্ধ পাশান এ অনুভূতি, 

দেয়না সময়, দেয়না শান্তি।

বিশাল আকাশ বুকে চেপে ধরে

নিস্তব্ধ রাতের তারা।।