স্বাধীন

এই শহরে তুমি নেই

এই শহরে তুমি নেই আজ-

থমথমে সব,

বৃষ্টির শব্দেও সেই ঝংকারটা

আর নেই।। 

 

পাখির গানের মাধুর্যটা নেই,

লেখা চিঠির শব্দে

সেই মায়া টা আর নেই।

শুধু আছে,

একরাশ জংধরা ভালোবাসা। 

 

আছে বিরহের সুর,

বেদনার গান কিংবা,

এ শহরে তোমার ফেরার আশা।।