এই ঘুম না ভাঙুক , বসন্ত আসার আগে ,
আমি ছুঁয়ে নেই কৃষ্ণচূড়ার রঙ,
আর তুমি থাকো কল্পনায়।
সপ্নে একটা কালো প্রজাপতি আছে ,
ও তোমার আমার গল্প লিখে।
ও ,না আমায় ভয় দেখায় ,
ঘুম ভাঙলেই তুমি হারিয়ে যাবে।
জানো ? আমার কালো পছন্দ না ,
তাও চোখে কাজল রাখি।
তাই ঘুম না ভাঙুক , বসন্ত আসার আগে।