EchoCanvas

দূরালাপ ২

আমার কাছে সে আমার মতো ,খুব একা 
একই নীরবতা, একই ভেতরের শব্দ।
অনেকের ভিড়ের মাঝেও
সে যেন একটা একলা ছায়া হয়ে ঘুরে বেড়ায়।


যখন সে চোখ তুলে ঠিক আমার চোখে তাকায়,
সময়টা হঠাৎ থেমে যেতে চায়,
মুহূর্তটা ধরে রাখতে ইচ্ছে হয় ।
আমার ডায়েরির সবচেয়ে ছোট্ট অথচ যত্নে রাখা অংশ,
তার নাম লেখা । 


আমি তাকে নিয়ে গোপনে কবিতা লিখি,
পাঠানো হয় না, শুধু ডায়েরিতে ভাঁজ করে রাখি।
তবু প্রতিটা লাইনের শেষে
একটা নীরব ইচ্ছে লুকিয়ে থাকে—
যদি কোনো একদিন, অজান্তেই,
এই কবিতাগুলো তার কাছে পৌঁছে যায়।