লোকে নিন্দা করুক— তাতে কি আসে যায়!
আপন কাজে অটল মোরা, ধৈর্য ধরে রই।
হোক তা অতি তুচ্ছ, কিবা ক্ষুদ্র–নগণ্য,
সততায় হব না কারো নিচতার পণ্য।
অনর্থক আহাজারি কখনো কর্মে আনে না ফল—
সৎপথে চলি, দু’টাকার কাজেও মুখ হয় উজ্জ্বল।
খাই–দাই, ঘুমাই, দৃঢ় মনে প্রতিদিন কাজ করি,
‘সুস্থ দেহ, সুন্দর মন’— তেমনি নিজেকে গড়ি।
এর চেয়েও সুখ কোথাও কি আছে?
যেখানেই আছি, যেখানেই বাঁচি
এই সভ্য সমাজে,
একসাথে আছি, এক হয়ে বাঁচি
প্রত্যহ নিজ নিজ কাজে।