EchoCanvas

দূরালাপ ৩

তুমি বড্ড জ্বালাচ্ছ !
তোমাকে কি আদৌ ভাগ করা যায়?
হয় তুমি সম্পূর্ণ আমার,
নয়তো কোনো অংশই আমার প্রয়োজন নেই।

চাঁদ যেমন একাই তার আলোয়
পুরো আকাশটাকে নিজের করে নেয়,
ঠিক তেমনি তোমার ওপর
আমার নিঃশব্দ রাজত্ব থাকুক। 

তাই তুমি কল্পনাতেই পরিপূর্ণ , 
সেখানে তোমাকে ভাগ করতে হয় না,
সেখানে কোনো অজুহাত লাগে না।
তোমার প্রতি এই এক শহর অভিমান
আমি কাকে শোনাই?