Shah Alam Al Mujahid

সঙ্গীতের রণভূমি

আমার স্বর সাধনার পথে
অশ্বখুরের চিহ্ন থাকে।
এক হাতে ঢাল–তলোয়ার,
আর এক হাতে বিনা বাজে।
যখনই চলি পথে,
পশ্চাতে শোনা যায় হু–হু ধ্বনি—
এ কি ঘন আওয়াজ?
না, এ কি সুমধুর সুর,
মায়াজালে বোনা।
ডানে বাঁয়ে মায়াকানন,
পুষ্প-রক্তে লাল,
তলোয়ারের অগ্নিকোপে
বিধ্বস্ত ঝাড়-জঞ্জাল।
ললাটে লাল শালু বেঁধে
সবুজ অরণ্য ছুটে চলি,
দিব্যাঙ্গনার রূপে
মনোমুগ্ধ পথ ভুলি।
আমার রাজ্য পাখির কণ্ঠে
জঙ্গডিমা ওঠে,
মুক্ত বর্ণে আমার রাজ্য
সুনীল শূন্যে ভাসে।
আকাশ বুকে বর্ণ ছুড়ে
আসর সাজাই ছড়ার,
মাতৃভাষার উন্মত্ত আমি—
ছন্দের রাজকুমার।
আমি এসেছি পৃথ্বীর
স্বপ্নিল এক রাজ্যে,
আমি অধিপতি—
রণে বিজিত,
মণি-সদৃশ এক ডায়েরির।