তুমি মানব,
নহে দানব—
তুমি মনুষ্যত্বের দিশারি।
তুমি বীর,
তুমি আসোয়ার,
তুমি সদা চঞ্চল-হুঁশিয়ারি।
তুমি সত্য,
সততা যাচায়ে তুমি
তুমি ভীষণ অগ্রণী।
তুমি অগ্নিস্ফুলিঙ্গ,
তুমি দাবানল—
দাবদাহন পাপীর পাষাণী।
তুমি রুক্ষহস্তী,
তুমি বজ্রমুষ্ঠি
তুমি কোমল প্রাণের পুষ্প মতন।
তুমিই তুমি,
তুমি মানব
নেইকো তোমার পতন।
তুমি মানব,
তুমি সুপ্ত,
তুমি সপ্তপাতালের হিমাগ্নি।
তুমি জালিমের,
তুমি মহাত্রাস
তুমি, তুমি ফণী।
তুমি কল্যাণ মরুর,
তুমি তৃষ্ণা মিটাবার
তুমি মহাশান্তি।
তুমি অসীম সাহসিক,
তুমি পরোপকারী
তুমি চঙ্গী চপল প্রেমিক ভ্রান্তি।
তুমি প্রশাসন,
তুমি সুপার স্টার
তুমি সভ্যতার সূচক।
তুমি মানব,
নহে দানব—
তুমি জাতির পথ প্রদর্শক।