EchoCanvas

দূরালাপ ৪

তুমি এক অদ্ভুত, জাদুমাখা ঘ্রাণ ,
নীরবে আমার পিছু পিছু হেঁটে চলে ,
খুব যত্নে তোমার কথা মনে করিয়ে দেয় I
যেন এক মুহূর্তের ফাঁকও নেই তোমার কল্পনার ।
সেই ঘ্রাণ আমায় তোমার খুব কাছাকাছি রাখে,
কল্পনায় , বাস্তবতায় । 

তুমি কখনো অতীত হবে না,
তুমি চির বর্তমান।
তোমার মায়ায় পড়ায় কোনো ভুল নেই,
তুমি না থেকেও ভালো রাখো,
ভীষণ ভালো রাখো।
তোমার নিঃশব্দ অনুপস্থিতিটাও  যেন যত্ন নিতে জানে।