উত্তরের জানালা
-- মোঃ হোসাইন জাকের
শীতল হাওয়ায় খুলে গেলো উত্তরের জানালা,
মাঘের মাঝামাঝিতে ফসলের ক্ষেতে সবুজের দোলা।
হিম হিম ঠান্ডায় জবুথবু অশীতিপর কামিনী রায়,
মেঠোপথ মাড়িয়ে যায় প্রত্যহ,ছেঁড়া চাদর দিয়ে গায়।
জানালার পর্দা সরিয়ে দেখি, যতোদূর দেখা যায়,
শিমুলের পাতার আড়ালে ঘুঘুটা ডানা ঝাপটায়।
ভোরের কুয়াশা বিদীর্ণ করে পূবের আকাশে,
সূর্য দেখে বকুল বিবির মুখে হাসির রেখা উঠে ভেসে।
অসহায় শীতার্ত ছেলেমেয়ের দল রোদ পোহাতে,
জটলা করছে উত্তরের জানালার পাশে বুক বেঁধে হাতে।
একটা লাল কম্বলে হয়তো এড়ানো যেত রাতের ঠান্ডা, কতো দরদী? অসহায়ত্বকে পুঁজি করে উড়ায় ঝান্ডা!
- Author: Md Hossain Jaker (Pseudonym) ( Offline)
- Published: February 3rd, 2021 07:10
- Category: Nature
- Views: 13
Comments1
ӁѼҁҷЯ₪₪ӹ‰ ǢǥζΫЊѨѮѮϣՋ ‡₣∆ƒÖ ᦜᦏᦫᦿ᧓《᧒᧕ᧄᧅ
To be able to comment and rate this poem, you must be registered. Register here or if you are already registered, login here.