একেবারে চুপ
মোঃ হোসাইন জাকের
তেপান্তরের মাঠ পেরিয়ে,
দুর্বা ঘাসের কবোষ্ণ ছোঁয়া এড়িয়ে,
বলেছিলে , নিজে নিজে খুব..।
শীতের কুয়াশার ধবল চাদরে,
নিদ্রাহীন চোখে, কাক ডাকা ভোরে,
ঠোঁটে আঙ্গুল চেপে, একেবারে চুপ..।
প্রীতিডোরে বেঁধে, নিরবে কেঁদে,
বলেছো ভালবাসো, পথে যেতে যেতে,
উদাস চোখে ভাসে শুধু প্রকৃতির রূপ..।
- Author: Md Hossain Jaker (Pseudonym) ( Offline)
- Published: February 5th, 2021 11:35
- Category: Love
- Views: 16
To be able to comment and rate this poem, you must be registered. Register here or if you are already registered, login here.