বাচ্চার জন্য হারিয়ে ফেলা জীবন, ঘুম, শান্তি, আরাম সবই একদিন ফিরে আসবে.......
শুধু আমার বাচ্চার শৈশবটা আর ফিরে আসবে না.
সকাল সকাল তার জিনিসপত্র, কাপড়গুলো আর সযত্নে গুছাতে হবে না...
তার জন্য শখ করে আর খেলনা কেনা হবে না।
জিদ করে দাঁতহীন মাড়ি দিয়ে কামড় দিতে চাইবে না, দুই হাত মুঠ করে আমার চুল ছিড়বে না।
ঘন্টায় ঘন্টায় তার জন্য খাবার রান্নার পেরেশানি টা থাকবে না। ছড়িয়ে ছিটিয়ে থাকা খেলনা গুলো গুছানোর কাজটাও আর থাকবে না। এই হাতে তাকে আর গোসল করিয়ে দিতে হবে না, খালি বুকটায় তাকে আর জড়িয়ে ধরে ঘুম হবে না....
কারণ সন্তান বড় হয়ে যাবে। অসীম যে যন্ত্রণায় ভুগে তাকে নিজের শরীর থেকে বিচ্ছিন্ন করে জন্ম দিয়েছিলাম, সেই যন্ত্রণার ব্যথাও শেষ হয়ে গেছে.......
কাটা ছেঁড়া সেলাই হওয়া শরীরটা নিয়ে এই দুই হাতে তাকে প্রথমবার জড়িয়ে ধরেছিলাম সেই দিনও গত হয়ে গেছে.....
এইভাবে কত শত দিন, কাল, মাস, বছর, পেরিয়ে যাবে, আমার কোল ছেড়ে দিয়ে নিজে সংগ্রাম করে বাঁচা শুরু করবে। বুলি না ফোটা যে মুখটার কথার সাথে আমি তাল মিলাই- এই মায়ের সাথে অনেক কথা তার আর বলা হবে না।
মিস করবো, ভীষণ মিস করবো!
এই আমার তখন তাকে নিয়ে থাকা সকল ব্যস্ততাকে ছুটি দিতে হবে। সে তার নিজের সাথে ব্যস্ত হয়ে যাবে বলে।।
যেই শৈশব তার স্মৃতিতে থাকবে না....
তার সেই শৈশব আমাদের স্মৃতি জুড়ে থাকবে।
ভালোবাসি অনেক ভালোবাসি আমার আদইয়ান বাবাই কে -
TT Chowdhury
- Author: Spring (Pseudonym) ( Offline)
- Published: July 6th, 2024 10:32
- Category: Unclassified
- Views: 6
To be able to comment and rate this poem, you must be registered. Register here or if you are already registered, login here.