তুমি চাইলে, তোমার আমার একটা প্রেম হতো,
দূরে থেকে লুকিয়ে গোপনে তোমায় দেখা লাগতো না।
তুমি কি জানো, আমার বাড়ির পাশে ছোট পাখির বাসায় যে পাখির বাচ্চা থাকে—
সে তোমার গল্প জানে; জানে তুমি হাসলে তোমার কেমন লাগে,
তোমার বিড়াল পছন্দ—ঠিক আমার মতো,
সে জানে, নীল রঙে তোমার কতটা মানায় ।
আমার বাগানের বেলি ফুল ফোটার মতোই আমি অপেক্ষা করি,
তোমায় একবার, এক পলক দেখবার জন্যই অপেক্ষা।
তুমি কি বুঝতে পারো ?
তুমি চাইলে, সব দূরত্ব নিমিষেই মুছে ফেলা যেত।
তোমার মন খারাপের দিনে,
আমি তোমায় গান শোনাতাম ,
পুরোনো বাংলা গান।
আমার গান শুনে তোমার মন ভালো হয়ে যেত।
আচ্ছা, তোমার প্রিয় গানটা কোনটা?
তোমার কি কদম ফুল পছন্দ?
আমার মতো কি তুমি চাঁদ দেখতে ভালোবাসো?
তোমার চোখে হারিয়ে যাওয়ার সাহস পাই না—
হারানোর ভয় থেকে না পাওয়ার কষ্ট কম।
তুমি চাইলে, তোমার আমার একটা প্রেম হতো । 💜
-
Author:
EchoCanvas (
Online) - Published: November 9th, 2025 11:21
- Comment from author about the poem: This poem captures the quiet longing and tender moments I imagine sharing with someone special. Every line reflects small joys, hidden wishes, and the beauty of simply being close. (P.S. If anyone wants to know the English meaning, they can use ChatGPT to translate from Bangla to English… or it can be my next story. )
- Category: Love
- Views: 1

Online)
To be able to comment and rate this poem, you must be registered. Register here or if you are already registered, login here.