আমাদের এই চেনা ভূপ্রকৃতি
আশ্চর্য কারুকার্যময়;
সবুজে ভরা ডাঙা–জল
এখানে সুশৃঙ্খল, মধুময়।
এখানে মানব–মানবীর বসতি,
স্বর্গীয় সুখে ভাসমান;
এখানে গড়ে ওঠা সংস্কৃতি
প্রাকৃতিক বৈচিত্র্যে সমৃদ্ধ প্রাণ।
আমাদের এই চেনা ভূপ্রকৃতি
বিশাল ধনভাণ্ডারে পরিপূর্ণ;
বুকে জমা সহস্র বিরহ–স্মৃতি,
আশা আর স্বপ্নে সদা সম্পূর্ণ।
আমাদের এই চেনা ভূপ্রকৃতি
-
Author:
Shah Alam Al Mujahid (
Offline) - Published: December 16th, 2025 09:12
- Comment from author about the poem: > এই কবিতাটি আমার চেনা ও প্রিয় মাতৃভূমির ভূপ্রকৃতির প্রতি গভীর ভালোবাসা থেকে লেখা। প্রকৃতি, মানুষ ও সংস্কৃতির পারস্পরিক সম্পর্কই এখানে আমার অনুভবের মূল। এই ভূমির সবুজ, স্মৃতি, আশা ও স্বপ্ন আমাকে যেমন গড়ে তুলেছে, তেমনি এই কবিতার প্রতিটি পঙ্ক্তিতেও তার ছাপ রয়ে গেছে।
- Category: Nature
- Views: 2

Offline)
To be able to comment and rate this poem, you must be registered. Register here or if you are already registered, login here.