আমাদের এই চেনা ভূপ্রকৃতি
আশ্চর্য কারুকার্যময়;
সবুজে ভরা ডাঙা–জল
এখানে সুশৃঙ্খল, মধুময়।

এখানে মানব–মানবীর বসতি,
স্বর্গীয় সুখে ভাসমান;
এখানে গড়ে ওঠা সংস্কৃতি
প্রাকৃতিক বৈচিত্র্যে সমৃদ্ধ প্রাণ।

আমাদের এই চেনা ভূপ্রকৃতি
বিশাল ধনভাণ্ডারে পরিপূর্ণ;
বুকে জমা সহস্র বিরহ–স্মৃতি,
আশা আর স্বপ্নে সদা সম্পূর্ণ।