স্নিগ্ধ মুখের মা

Shah Alam Al Mujahid

মায়ের মতো এমন
স্নিগ্ধ, শীতল বদন
আর কোথাও দেখি না।
রতনে করিয়া যতন
হেরি মায়ের স্বপন,
কিছুতেই তারে যেন ভুলি না।

মা আছে বলে সংসারে
সুখ-সমৃদ্ধিতে ভরে,
লুটাই মায়ের পরশ-ছায়াতলে।
দুঃখ শত ভুলে যাই
মায়ের আঁচলে তাই,
মলিন বদন কভু মুছিলে।

মায়ের মুখের ভাষা
পুরায় মনের আশা,
ইচ্ছে তাই ডাকি আপন মনে।
মায়ের হাসিমুখ
পরাণে জাগায় সুখ,
দুঃখ যেন না দিই তাঁরে জীবনে।

অসহায় শিশুকালে
থাকিয়া মায়ের কোলে
লালিত হয়েছি নিরাপদে।
থাকিলে দূরে কভু,
আশীর্বাদ থাকে তবু—
রক্ষা পাই যেন তাই আপদে।

লুটাই মা ইবাদাতে,
সন্তানের বেদনাতে
দোয়া করে দুই হাত যুগলে।
সেলামি মায়ের চরণে,
করি তাঁরে অনুসরণে—
মরি যেন বৃদ্ধ মায়ের কোলে।

  • Author: Shah Alam Al Mujahid (Offline Offline)
  • Published: December 25th, 2025 09:01
  • Comment from author about the poem: এই কবিতাটি আমার মায়ের প্রতি একান্ত নিবেদন।\r\nমায়ের স্নিগ্ধ মুখ, শীতল পরশ আর নিঃস্বার্থ ভালোবাসাই আমার জীবনের সবচেয়ে বড় আশ্রয়।\r\nশিশুকাল থেকে আজ পর্যন্ত প্রতিটি সুখ–দুঃখে, প্রতিটি বিপদ–আপদে মায়ের দোয়া ও আশীর্বাদ আমাকে আগলে রেখেছে।\r\nএই কবিতার প্রতিটি পংক্তিতে রয়েছে কৃতজ্ঞতা, ভালোবাসা ও এক গভীর প্রার্থনা—\r\nজীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যেন মায়ের মুখে হাসি রাখতে পারি,\r\nআর তাঁর আশীর্বাদের ছায়াতলেই আমার চলার পথ নিরাপদ থাকে।
  • Category: family
  • Views: 3
Get a free collection of Classic Poetry ↓

Receive the ebook in seconds 50 poems from 50 different authors




To be able to comment and rate this poem, you must be registered. Register here or if you are already registered, login here.