হে বসন্তকবি,
তুমি বিরাজ করো সবার হৃদয়পুরে।
তুমি ছিলে অমলিন, আজও আছ অমলিন,
থাকবে তেমনি—জানি নিশ্চিত।
তোমার কবিতা আমি চিনি,
কিরণঢালা সূর্যের মতোই উদার।
তুমি ভানু—নামে কিংবা কবিতায়,
তুমি সিংহ—আকৃতিতে, প্রতিযোগিতায়।
তুমি বনের রাজা—
লিখেছ সহস্র অরণ্যের কবিতা।
তুমি কবির রাজা—
সুখ্যাতি তোমার বিশ্ব-আঁচলে পাতা।
আজ তোমার আলোয় অরণ্য সবুজ,
উজ্জ্বল ভোর—হে ভানুসিংহ ঠাকুর।
ভানুসিংহ ঠাকুর
-
Author:
Shah Alam Al Mujahid (
Offline) - Published: December 26th, 2025 03:05
- Comment from author about the poem: এই কবিতায় কবি ভানুসিংহ ঠাকুরকে(রবীন্দ্রনাথ )বসন্তের কবি হিসেবে সম্বোধন করেছেন—যিনি সকল মানুষের হৃদয়ে চিরকাল বিরাজমান। কবি বলছেন, ভানুসিংহ অতীতে যেমন ছিলেন পবিত্র ও অমলিন, আজও তেমনই আছেন এবং ভবিষ্যতেও থাকবেন—এ বিষয়ে তাঁর কোনো সংশয় নেই। ভানুসিংহের কবিতা সূর্যের কিরণের মতো উদার ও আলোকময়—যা মানুষকে উষ্ণতা ও জীবনীশক্তি দেয়। নাম ও কবিতায় তিনি ‘ভানু’ অর্থাৎ আলো, আর সত্তা ও প্রতিভায় তিনি ‘সিংহ’—শক্তিমান ও অদ্বিতীয়। কবি তাঁকে বনের রাজা বলে উল্লেখ করেছেন—কারণ তিনি অসংখ্য প্রকৃতি ও অরণ্যভিত্তিক কবিতা রচনা করেছেন। একই সঙ্গে তিনি কবিদেরও রাজা, যার খ্যাতি সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। শেষে কবি বলেন, আজও ভানুসিংহ ঠাকুরের আলোয় প্রকৃতি সবুজ ও প্রাণবন্ত, প্রতিটি সকাল উজ্জ্বল হয়ে ওঠে। অর্থাৎ তাঁর সাহিত্য ও চিন্তা আজও মানবজীবন ও সংস্কৃতিকে আলোকিত করে চলেছে।
- Category: special-occasion
- Views: 5

Offline)
To be able to comment and rate this poem, you must be registered. Register here or if you are already registered, login here.