তুমি আছো বলেই এসেছি ধরায়,
তোমার ভালোবাসার আহ্বানে—মাগো,
তোমার স্নেহের টানে।

হে বিরহী মাতা, আর ভাবনা নয়,
আমি এসেছি বান ডেকে মরা গাঙ জাগাতে,
মহা হিল্লোলের সাথে।

আমি এসেছি হাহাকার মুছে দিয়ে,
শান্তির গান গাইতে।

আমি এসেছি হুঙ্কার তুলে হাসতে,
ঘুষখোরের তাজা ভুঁড়ি কাঁপিয়ে।

আমি এসেছি দারিদ্র্যের পিঞ্জর ভেঙে,
স্বাধীনতার দ্বার উন্মোচন করতে।

আমি এসেছি কুসংস্কার মুছে দিয়ে,
নতুন সমাজ গড়তে।

আমি এসেছি ধর্মের শাসন ফিরিয়ে আনতে,
অশ্লীলতার দেয়াল ভেঙে।

আমি এসেছি স্বদেশকে ভালোবেসে,
আদর্শ জীবন গড়তে।

এসেছি আমার কর্তব্যের বোঝা নিয়ে,
এক জীবন্ত প্রাণের ঋণ কাঁধে—
যেন পারি এই জন্মেই সব ঋণ শোধ দিতে।