বর্বরদের বিনাশ চাই - want the destruction of inhumans

Zafor Pathan { Poetry Writer }

বর্বরদের বিনাশ চাই

জাফর পাঠান

 

পাষন্ডদের ধ্বংসকামী- আমি এক শান্তিকামী

ওদের প্রয়াণে প্রলয় চাই শীঘ্র, হে অন্তর্যামী,

খুনিরা যদি হয় কখনো- গণহত্যার শিকার

জাগবেনা মায়া এ মনে, জাগবে শুধু ধিক্কার।

 

দেখে মিথ্যার কূটচাল- জমছে ঘৃণার পাহাড়

করছে হত্যা, আবার ওরাই কর্তা মানবতার,

ছাড় নয় আর, ছাড় নয় আবার- দ্বিতীয়বার

নামুক এদের উপর, কঠিন শাস্তি বিধাতার।

 

মারছে রোহিঙ্গা-মারছে কাশ্মিরী আর ফিলিস্তিনি

হত্যার শিকার হচ্ছে- লিবিয়া-চেচেন-আফগানী,

আগেও মেরেছে এখনো মারছে- মুখ চিনে চিনে

হত্যার মহাজন বলেই ওরা শুধু- হত্যা কিনে।

 

আবার জেগেছে মগ বর্গী, অতীতের জলদস্যু

গায়ে পরা ধার্মিক লেবাস, জাত তার বন্য পশু,

চরম মিথ্যুক- হিংস্র এরা, মানুষরূপী রূপ

ধরিত্রীর শান্তির জন্য এরাই- সর্বনাশা খুব ।

 

ওহে বিধাতা, তুমি করোনা সহ্য- গণহত্যা আর

উপড়িয়ে ফেলো শেকড়, যেন আসেনা বারেবার।

  • Author: Zafor Pathan (Pseudonym) (Offline Offline)
  • Published: September 9th, 2022 12:07
  • Category:
  • Views: 16
Get a free collection of Classic Poetry ↓

Receive the ebook in seconds 50 poems from 50 different authors


Comments1



To be able to comment and rate this poem, you must be registered. Register here or if you are already registered, login here.