কথা?
কথা হয় না,
শব্দ ফুরোয় না,
ফুরোয় না আবেগেরা...
নিস্তব্ধ পাশান এ অনুভূতি,
দেয়না সময়, দেয়না শান্তি।
বিশাল আকাশ বুকে চেপে ধরে
নিস্তব্ধ রাতের তারা।।
-
Author:
স্বাধীন (Pseudonym) (
Online)
- Published: October 8th, 2025 14:32
- Category: Letter
- Views: 1
To be able to comment and rate this poem, you must be registered. Register here or if you are already registered, login here.