আমার স্বর সাধনার পথে
অশ্বখুরের চিহ্ন থাকে।
এক হাতে ঢাল–তলোয়ার,
আর এক হাতে বিনা বাজে।
যখনই চলি পথে,
পশ্চাতে শোনা যায় হু–হু ধ্বনি—
এ কি ঘন আওয়াজ?
না, এ কি সুমধুর সুর,
মায়াজালে বোনা।
ডানে বাঁয়ে মায়াকানন,
পুষ্প-রক্তে লাল,
তলোয়ারের অগ্নিকোপে
বিধ্বস্ত ঝাড়-জঞ্জাল।
ললাটে লাল শালু বেঁধে
সবুজ অরণ্য ছুটে চলি,
দিব্যাঙ্গনার রূপে
মনোমুগ্ধ পথ ভুলি।
আমার রাজ্য পাখির কণ্ঠে
জঙ্গডিমা ওঠে,
মুক্ত বর্ণে আমার রাজ্য
সুনীল শূন্যে ভাসে।
আকাশ বুকে বর্ণ ছুড়ে
আসর সাজাই ছড়ার,
মাতৃভাষার উন্মত্ত আমি—
ছন্দের রাজকুমার।
আমি এসেছি পৃথ্বীর
স্বপ্নিল এক রাজ্যে,
আমি অধিপতি—
রণে বিজিত,
মণি-সদৃশ এক ডায়েরির।
-
Author:
Shah Alam Al Mujahid (
Offline) - Published: December 29th, 2025 10:43
- Comment from author about the poem: এই কবিতাটি আমার স্বর সাধনার যাত্রার প্রতিফলন। প্রতিটি শব্দে, প্রতিটি ছন্দে আমি চেষ্টা করেছি কল্পনার সীমা অতিক্রম করে একটি স্বপ্নিল রণভূমি তুলে ধরতে। এখানে বাস্তব আর কল্পনার মিলন ঘটেছে—যেখানে মুক্ত কল্পনা ছন্দের সাথে মিলিত হয়ে আমার অন্তরের রাজ্যে ভেসে বেড়ায়। আশা করি, তুমি পড়ে এই স্বপ্নিল রণভূমির সঙ্গে নিজেও ভ্রমণ অনুভব করবে।
- Category: Fantasy
- Views: 1

Offline)
To be able to comment and rate this poem, you must be registered. Register here or if you are already registered, login here.