তুমি এক অদ্ভুত, জাদুমাখা ঘ্রাণ ,
নীরবে আমার পিছু পিছু হেঁটে চলে ,
খুব যত্নে তোমার কথা মনে করিয়ে দেয় I
যেন এক মুহূর্তের ফাঁকও নেই তোমার কল্পনার ।
সেই ঘ্রাণ আমায় তোমার খুব কাছাকাছি রাখে,
কল্পনায় , বাস্তবতায় ।
তুমি কখনো অতীত হবে না,
তুমি চির বর্তমান।
তোমার মায়ায় পড়ায় কোনো ভুল নেই,
তুমি না থেকেও ভালো রাখো,
ভীষণ ভালো রাখো।
তোমার নিঃশব্দ অনুপস্থিতিটাও যেন যত্ন নিতে জানে।
তোমাকে পাওয়া এত কঠিন কেন?
সব সময় তো তুমি আমার খুব কাছেই থাকো,
আমার চিন্তায়, ভাবনায়, কল্পনায়
এক বিন্দু অভাব নেই তোমার।
তবু কেন যেন
এক আকাশ দূরত্ব নিয়ে
দূরে বসে থাকো তুমি,
নীরব, অধরা, অচেনা নক্ষত্রের মতো।
তুমি কি জানো,
আমি কতটা তোমার কথা ভাবি?
যদি একদিন
তোমাকে পেয়ে যাই,
ভুল করেই যদি একদিন
তোমাকে পেয়ে যাই ,
সেইদিন অনেক গল্প করবো ।
-
Author:
EchoCanvas (
Offline) - Published: January 8th, 2026 08:10
- Category: Unclassified
- Views: 5

Offline)
To be able to comment and rate this poem, you must be registered. Register here or if you are already registered, login here.