সময়ের দাবি

Md Hossain Jaker

 

সময়ের দাবি
-- মোঃ হোসাইন জাকের

চল্লিশোর্ধ্ব বয়সে
আমি আমারে খুঁজি।
যৌবনের মাঠে খুঁজে পেলেও
ধরা দেয়নি তেপান্তরের মাঠ।

শৈশবের অনেকগুলো বাসনা
আজ বাস্তব হলেও
কুসুমরা ছেড়ে গেছে!
হাত ধরে অনেকেই বলেছিল
তোমায় কত্তো ভালবাসি।

আজ বুঝতে কি আছে বাকি?
সবই মিথ্যে, টোল পড়া হাসিটাও!
পথের প্রান্তে এসে মিলিয়ে যায়
শৈশবের অতৃপ্ত স্বপ্নগুলো।

বাসনার বাসরে কতবার উঁকি মেরে
উড়িয়েছি ইচ্ছের ডানাগুলো!
হাতের ইশারায় চুপ থেকে দেখেছি
সাঁঝের মায়াবী ছলনাগুলো।
সময়ের দাবি আজ ব্যাকুল হয়ে
খোঁজে যায় কাঁকনপরা ফর্সা হাতগুলো।

 

  • Author: Md Hossain Jaker (Pseudonym) (Offline Offline)
  • Published: January 28th, 2021 08:50
  • Category: Special occasion
  • Views: 49
Get a free collection of Classic Poetry ↓

Receive the ebook in seconds 50 poems from 50 different authors


Comments +

Comments2

  • Jerry Reynolds

    Beautiful Writing. At the age of 82
    I am still looking for me Hossain.

  • Goldfinch60

    May those fair hands be always with you Hossain.

    Andy



To be able to comment and rate this poem, you must be registered. Register here or if you are already registered, login here.